সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ৭ই এপ্রিল,ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৫২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব ও কুষ্টিয়া ল্যাব থেকে ৭৫ টি নমুনার রিপোর্টে নতুন ১৮ জন আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে সদরে ১১, শৈলকুপায় ২,কালীগঞ্জে ৩, মহেশপুরে ১ ও কোটচাঁদপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫২৩ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২৩৫৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৪০ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫২৩ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ১৩৩০ জন,শৈলকুপায় ২৯৫ জন,হরিনাকুন্ডুতে ১৩৬ জন, কালীগঞ্জে ৫০৩ জন, কোটচাঁদপুরে ১৫১ জন ও মহেশপুরে ১০৮ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের এলাকাসমূহঃ
»সদর (১১)
১.তেতুলতলা,২.বকুলতলা,৩.মহিলা কলেজ পাড়া,৪.পবহাটি ,৫.বাইপাস রোড,৬.চাকলাপাড়া,৭.হামদহ(২),৮.খাজুরা,৯.স্টেডিয়াম পাড়া,১০.জাদুরিয়া
»শৈলকূপা (২)
১.চাঁদপুর,২.হাবিবপুর
»কোটচাঁদপুর (১) শেরখালি
»মহেশপুর (১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
»কালীগঞ্জ (৩)
১.ফয়লা,২.উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,৩.শিবনগর