ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি দিবস ২০২১ উপলক্ষে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ, হাফ কেজি ডাউল ও হাফ কেজি তৈল দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত-ই-জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।