টিম-১৯যোদ্ধা ও উৎস স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে হারানো আব্দুল মালেক ফিরে পেল তার পরিবার

সাব্বির হোসেন রকি, বিশেষ প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক (৫০) কে তেতুলিয়া মডেল থানার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করে টিম-১৯ যোদ্ধা ও উৎস স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা।

আব্দুল মালেক এর  বাড়ি বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রামে। তার পরিবারের লোকজন জানান  আব্দুল মালেক ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ।সেই মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক ৬ মাস থেকে নিখোঁজ, আব্দুল মালেক এর খোজ খবর না পাওয়া তার পরিবার লোকজন বীরগঞ্জ থানায় একটি  জিডি করেন।
 
টিম-১৯ যোদ্ধা ও উৎস স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক কে তেঁতুলিয়ার রণচণ্ডী বাজারে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তেঁতুলিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক তাকে সেবা প্রদান করেন এবং পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে তাকে আজ তেতুলিয়া মডেল থানার মাধ্যমে হস্তান্তর করা হয়।

উৎস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মো হান্নান জানান আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি  এবং তার সুস্থতার জন্য কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেছি।

টিম-১৯ যোদ্ধা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির হোসেন রকি জানান, টিম-১৯ যোদ্ধা  স্বেচ্ছাসেবী সংগঠন মূলত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে কাজ করে থাকে, 
 কোভিড-১৯ এর প্রথম লকডাউনে এর সময়ে পুরো উপজেলায় দুই বেলা মানসিক ভারসাম্যহীনদের খাবার বিতরণ করেছি, মানসিক ভারসাম্যহীন আব্দুল মালেক কে তার পরিবারে কাছে  হস্তান্তর করি ও তার চিকিৎসা জন্য সার্বিক সহযোগিতা করে যাবো বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ