রাজশাহী ব্যুরো
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আত্রাই এর সহযোগিতায় ব্রি ধান ৮১ এর ফসল কর্তন ও চাষাবাদ উদ্বুদ্ধ করণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গান্ধী আশ্রম এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি ধান গবেষণার মহাপরিচালক ড. শাহজাহান কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, ব্রি আঞ্চলিক কার্যালয় রাজশাহীর পিএসও ড. ফজলুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার কে এম কাউছার হোসেন, ইউপি চেয়ারম্যান জানবক্র সরদার, কৃষক আবু হাসান প্রমুখ।