ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে । মঙ্গলবার দুপুর ১২ টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার মানিকনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ বাস যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর ফরিদপুর-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ।