স্টারলিং ডিজাইন্স লি. গার্মেন্টসের বরখাস্ত শ্রমিকদের ফের ফ্যাক্টরি ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি!

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া চন্দ্রায় অবস্থিত স্টারলিং ডিজাইন্স লি. গার্মেন্টস ফ্যাক্টরির কয়েকজন শ্রমিকের ঈদের ছুটি নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গার্মেন্টসে ব্যাপক ভাঙচুর, ক্ষতিসাধন করায় ফুটেজ দেখে যাচাইবাছাই করে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট ৪৮ জন শ্রমিককে  সাময়িক বরখাস্ত করে তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করে। শ্রমিকরা নোটিশ পাওয়ার পর থেকেই কারখানায় পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হবে বলে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় একটি জিডি করেন। যার নং-৩৮৮। ফ্যাক্টরির কর্তৃপক্ষ জানান যে, সরকার ঈদের ছুটি তিনদিনের বেশি দেওয়া যাবে না মর্মে ঘোষণা দেন এবং বিজিএমইএর সভাপতিও তিনদিনের বেশি ছুটি না দিতে ঘোষণা দেন। ঈদে অতিরিক্ত ছুটির দাবিকে কেন্দ্র করে মিরপুর ও আশুলিয়াতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দিন জরুরি সভায় শ্রমপ্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, গার্মেন্সে ঈদের ছুটি মালিক ও শ্রমিক মিলে সমন্বয় করে তিনদিনের বেশি ছুটি দিতে পারবে। এ পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরির কর্তৃপক্ষ ঈদের ছুটি তিনদিনের সঙ্গে মিলিয়ে আরো পাঁচদিন সমন্বয়ের ছুটি প্রদানের মাধ্যমে বাড়িয়ে আটদিন ছুটি ঘোষণা করেন। উক্ত ফ্যাক্টরির কিছু উচ্ছৃঙ্খল কর্মচারী ১০ দিন ছুটির দাবিতে কাজে যোগদান না করে ফ্যাক্টরিতে ব্যাপক ভাঙচুর করে। অন্য শ্রমিকরা কাজে যোগদান করতে চাইলেও তারা বাধা প্রদান করে। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করার বিবেচনা করে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়। এতেও উচ্ছৃঙ্খল শ্রমিকরা ১২ দিনের ছুটি দাবিতে ফ্যাক্টরির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যাক্টরির বিভিন্ন জিনিসপত্র, চেয়ারটেবিল, জানালার গ্লাস, অফিসের গ্লাস, কম্পিউটার মেশিন, সিসি টিভি ক্যামেরা, মনিটরসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। ফ্যাক্টরি বাঁচানোর স্বার্থে ম্যানেজমেন্ট বাধ্য হয়ে ১২ দিনের ছুটি ঘোষণা করে। পরে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট উচ্ছৃঙ্খল শ্রমিকদের ফ্যাক্টরি ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখে যাচাইবাছাই করে বেশি উচ্ছৃঙ্খল ৪৮ জন শ্রমিককে প্রাথমিকভাবে শনাক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করে। উক্ত ভিডিও ফুটেজ বিজেএমইএ, শ্রমিক ফেডারেশন, সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও দেখানো হয়। সকলেই নিজ ফ্যাক্টরির শ্রমিকদের এহেন কর্মকাণ্ডে অসন্তুষ্ট হন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু উচ্ছৃঙ্খল চাকরিচ্যুত শ্রমিকগণ আবারও ফ্যাক্টরিতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর পাঁয়তারা করছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ