![]() |
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলেন দিনাজপুরে ৫শতাধিক দরিদ্র মানুষ |
মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, করোনার এই মহামারিতে মানুষ যেন কষ্টে না থাকে পবিত্র ঈদ-উল ফিতর বাড়ীতে আনন্দ ও উৎসাহ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী প্রতিবারের মতো এবারেও বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর ষ্টেডিয়ামে দরিদ্র হত দরিদ্র এবং হিজড়া সম্প্রদায়ের মধ্যে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরনকালে জেলা প্রশাসক একথা বলেন।এসময় প্রলিশ সুপার আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফুল ইসলাম , সদও উপজেলা নির্বাহী কর্মকতা মাগফারুল
ইসলাম আব্বাসী উপস্তিত ছিলেন।৫০ জন হিজড়া জনগোষ্ঠী এবং ৪৫০ জন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।