ঈদের দিনে মোঃ মিলাদ আহমদ

 
 ঈদের দিনে
       সকাল বেলা,
দূরে যাক
       সকল হেলা।
সকাল সকাল
        গোসল করে,
ঈদগায়ে যাবো
         নৃত্যজামা পড়ে।
ঈদগায়ে সালাত
         আদায় করে,
সালাম দিবো
         সবার তরে।
হিংসা বিদ্বেষ
         যাবো ভূলে,
পথ শিশুকে
         নিবো কূলে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ