ঈদের দিনে মোঃ মিলাদ আহমদ বৃহস্পতিবার, মে ০৬, ২০২১ কোন মন্তব্য নেই কবিতা বিনোদন সারাদেশ সাহিত্য ঈদের দিনে সকাল বেলা,দূরে যাক সকল হেলা।সকাল সকাল গোসল করে,ঈদগায়ে যাবো নৃত্যজামা পড়ে।ঈদগায়ে সালাত আদায় করে,সালাম দিবো সবার তরে।হিংসা বিদ্বেষ যাবো ভূলে,পথ শিশুকে নিবো কূলে। সংবাদটি শেয়ার করুন Share Tweet