স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রাম এর আনোয়ার হোসেনের পিতা রওশন আলী সরদার (৭৯) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি---- রাজিউন)।গত ১৮ ই মে দিবাগত রাত আনুমানিক ২ .৪৫ মিনিটে যশোর কুইন্স হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ জোহর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন (চৌগাছা -ঝিকরগাছা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় সভাপতি আমিনুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মহসিন আলী প্রমুখ।