আশাশুনিতে শতভাগ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো মনিটরিংয়ে ডাঃ সুদেষ্ণা সরকার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি:আশাশুনি জেলায় শতভাগ বিভিন্ন শক্তির খাওয়ানো মনিটরিংয়ের সর্বদা নিরলসভাবে কাজ করে চলেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বাচ্চাদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম তিনি তীক্ষ্ণভাবে মনিটরিং করছেন। 

৫-১৬ বছর বয়সী বাচ্চাদের ১টি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ইপিআই কেন্দ্র ও সকল কমিউনিটি ক্লিনিকে চলছে। বুধবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নেতৃত্বে একটি টিম উপজেলার নাটামা এবং জামাল নগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন আশাশুনি উপজেলায় ৫-১৬ বছর বয়সী বাচ্চাদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শতভাগ নিশ্চিতের লক্ষ্যে একটি টিম গঠন করে কোন কাজ করে যাচ্ছি। যদি কোন বাচ্চা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো থেকে বাদ পড়ে যায় তাহলে সাথে সাথে পার্শ্ববর্তী কমিউনিটি ক্লিনিক, ইপিআই কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য তিনি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন এবং সংশ্লিষ্ট ক্লিনিকের সিএইচসিপি বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ