নিউজ ডেস্কঃ ডুবে প্রাণ গেল দুই ভাই-বোনের।
টাঙ্গাইল সদরে আকুর টাকুর পাড়ায় বাড়ি মৃতদের, বাঘিল বাজারের পাশে একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে আসেন, দুপুর বারোটার দিকে দুই ভাই বোন একসাথে নামেন পুকুরে গোসল করতে, সাঁতার না জানায় এবং আশেপাশের লোকজন না থাকায় দুই ভাই-বোন একসাথেই পুকুরে ডুবে মারা যায়। এক মায়ের দুটি সন্তানই অকালে ঝরে গেল পুকুরে ডুবে।