মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-২

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের সদর বারাদী বাজারে চার রাস্তার মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়ে দু'জন আহত হয়েছে। গতকাল  শুক্রবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে । আহতরা হলো মেহেরপুর সদর বারাদী কলাইডাঙ্গা গ্রামের ইমাদুল ইসলামের ছেলে সোহাগ (২৬) ও চুয়াডাঙ্গার দৌলোদিয়াড় গ্রামের নুরুল হক এর ছেলে জুয়েল রানা (২১)।  স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ দোকানের হালখাতা উপলক্ষে ফুল কেনার জন্য কসমেটিকস ব্যবসা শাহিদ আলীর দোকানে যায়, ফুল কিনে সাহিদ আলী এর দোকানের সামনে থেকে গাড়ি ঘোরানোর সময়, চুয়াডাঙ্গা থেকে জুয়েল রানা ও তাঁর বন্ধু মামুন মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় ফিরে যাচ্ছিল এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। পরে স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে, ফায়ার সার্ভিসের একটি দল  উদ্ধার করে আহতদের মেহেরপুর সসর হাসপাতালে নিয়ে যায়।   মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান জানান, বিষয়টি শুনে, টনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ