তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ বৈশিক পরিস্থিতিতে করোনা ভাইরাস কোভিড-১৯ এর ভয়াবহতায় প্রায় ১ মাস বাস চলাচল বন্ধ থাকার পর মেহেরপুরে শুরু হলো বাস চলাচল।আহ ৬ এ মে বৃহস্পতিবার সকাল ৫ টা থেকে বাস মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে বাস চলাচল শুরু হয়।
এসময় মেহেরপুর কাউন্টার মাষ্টার মাহাবুব জানান, সকারী নির্দেশ ক্রমে,স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর চেষ্টা করছেন, বাসে শারীরিক দূরত্ব নিশ্চিত ও জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি প্রতিটা যাত্রী কে মাস্ক পরিধান করে বাসে নেওয়া হচ্ছে। এসময় তিনি আরও জননা, আজ প্রথম দিন তাই তেমন কোনো ভিড় নাই কিন্তু আগামিতে যাত্রীর সংখ্যা বাড়বে তখন আমাদের আরও সতর্ক হতে হবে।