বড়লেখায় ফকির বাজার টু দাসের বাজার রাস্তার বেহাল দশা

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফকির বাজার টু দাসের বাজার রাস্তা ভেঙ্গে রাস্তার মাঝে মাঝে বিশাল বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।প্রায় ৭ মাস ধরে এ রাস্তা দিয়ে চলাচলকারীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন।

জানা গেছে, ফকির বাজার টু দাসের বাজার পাকা রাস্তা গত ৭ মাস পূর্বে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। ধীরে ধীরে গর্তের আকার বড় হতে থাকে। এ রাস্তায় প্রতিদিন ফকির বাজার থেকে দাসের বাজার ও বড়লেখা শহরে ১৮-২০ হাজার মানুষ যাতায়াত করেন।রাস্তা ভাঙ্গার কারণে অত্যন্ত ঝুঁকি নিয়ে লোকজনকে চলাচল করতে হচ্ছে।
জিজ্ঞাসা করে জানা যায়  রাস্তার গর্তের কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ফকির বাজার টু দাসের বাজার রাস্তার তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়ায় ১২-১৩ জন মোটরসাইকেল ও সিএনজি গর্তে পড়ে আহত হয়েছেন।
রাস্তা পাকা না করলে বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।

অতিদ্রুত রাস্তার কাজ শুরুর ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে। তাঁতে ও সারা পাওয়া যায় না।মানুষের এই চরম দুর্ভোগ যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা হউক।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ