রাকিবুল, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় কিশোর কিশোরী ক্লাবের নিয়োগ প্রাপ্ত কবিতা ও সংগীতের শিক্ষক-শিক্ষিকাদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।সোমবার বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা সম্মানী ভাতা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধূরীসহ কিশোর কিশোরী ক্লাবের কবিতা ও সঙ্গীতের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।এসময় নাজমুল হামিদ রেজা নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকগণকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন।