কপোতাক্ষের পানি এখন ছুটিপুর বাজারের রাস্তায়

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টারঃ বর্ষা মৌসুম আসার আগেই ছুটিপুর টু যশোর রোডের বেহাল দশা। হঠাৎ বৃষ্টিতে রাস্তায় নৌকা চালানোর মত অবস্থায় পরিণত হচ্ছে। কাজের ধীর গতির কারণে এমন হচ্ছে যা দেখার কেউ নাই।

ছুটিপুর জামতলা মোড় থেকে মোহাম্মদপুর মোড় পর্যন্ত কংক্রিটের ঢালাই হওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু দীর্ঘদিন থেকে কাজ বন্ধ আছে, যার কারণে রোদ-গরমে যেমন রাস্তায় ধুলাবলির জন্য চলাচলে সমস্যা তেমন একটু বর্ষায় রাস্তায় নৌকা চালানোর পরিবেশ সৃষ্টি হচ্ছে।

রাস্তায় পানি দীর্ঘ সময় জমে থাকার কারণে চলাচলে জনগনের দূর্ভোগের শেষ নেই। সাধারণ জনগন হেটে চলাচল করতে পারছে না। আবার রাস্তায় প্রতিনিয়তই প্রতি মুহুর্তে দুর্ঘটনা ঘটছে। আশপাশের গ্রামগুলোর প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে ছুটিপুর বাজার। আর সেই বাজারের রাস্তায় ভোগান্তি জনজীবনের দুর্ভোগ কয়েক গুন বাড়ায় দিয়েছে।

রাস্তার কাজ দ্রুতই সমধান করে জনজীবনে প্রাণের সঞ্চার ঘটাতে উর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি কামনা করে থমকে যাওয়া জনজীবন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ