নারায়ণগঞ্জ থেকে সিপন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দফায় দফায় হামলায় ৩ জন আহত হয়েছে।সন্ধ্যা ৬ টার সময় সিদ্ধিরগঞ্জের সাইলোরোড এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলো- অটোরিকশা চালক মোঃ আবুল কালাম আজাদ (৩০), মোঃ খলিল (৪০) ও কালাম (৫০)।এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশা চালক মোঃ মহিউদ্দিন (৩০) শনিবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, গত শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বেপরোয়া গাড়ি চালানো নিয়ে অটোরিকশা চালক মহিউদ্দিনের সাথে অজ্ঞাত এক অটোরিকশা চালকের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অজ্ঞাত সেই অটোরিকশা চালক লোকজন নিয়ে এসে আমাকে মারপিট করে এবং আমাকে টেনে হিছড়ে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন আশপাশের লোকজন এসে বিষয়টি মিমাংসা করে দেয়।পরবর্তীতে ওইদিন সন্ধ্যা ৬ টায় হামলাকারী অজ্ঞাত অটোরিকশা চালক ১০/১২ জন অজ্ঞাত লোকজন নিয়ে সিদ্ধিরগঞ্জের সাইলোরোড এলাকায় একটি
অটোরিকশার গ্যারেজে আমাকে খোঁজ করেন। অজ্ঞাত হামলাকারীরা আমাকে না পেয়ে ওই অটোরিকশার গ্যারেজে অতর্কিত হামলা চালায়। তখন গ্যারেজে থাকা তিনজন অটোরিকশা চালককে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক হামলাকারীকে আটক করে পুলিশে দেয়। পরে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী এক ব্যাক্তি জানান অজ্ঞাত হামলাকারীরা বেশির ভাগই যুবক ছিলেন।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।