তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: যাঁরা করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন কিংবা যে সমস্ত বাড়িতে রান্না হচ্ছে না, কিংবা বাজার করতে পারছেন না, তাঁদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিলেন মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।আজ সােমবার তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে লকডাউনে আটকে আছেন এসকল পরিবারকে বাড়িতে বাড়িতে স্ব-শরীরে উপস্থিত হয়ে খাবার পৌঁছে দেন।