আহসান উল্লাহ বাবলু , আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য মাস্ক হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নিকট তিনি এ মাস্ক হস্তান্তর করেন। এসময় এবিএম মোস্তাকিম বলেন করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে সাতক্ষীরা জেলা। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা করতে। তিনি সকলকে সরকারি বিধি নিষেধ মেনে চলা ও মাক্স ব্যবহারের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহমেদ নয়ন,অফিস সহকারি নাজমুল হুদা প্রমুখ।
