আহসান উল্লাহ বাবলু , আশা শুনি , সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনিতে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০১৮ এর আইনের ২৪ ধারায় ৪টি মামলায় চার জনকে সর্বমোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে ও মাস্ক ব্যবহার না করার অপরাধে বামনডাঙ্গা গ্রামের নিরঞ্জন ঢালীর ছেলে প্রমোদ ঢালিকে ৫০০ টাকা, আরশাদ আলীর ছেলে খাঁন বাহাদুরকে ২০০ টাকা, তুয়ারডাঙ্গা গ্রামের রজব আলী গাজীর ছেলে কাসেম গাজীকে ৫০০ টাকা, গোয়ালডাঙ্গা গ্রামে সুনীল কুমারের ছেলে সঞ্জিত কুমারকে ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য জনসাধারণকে সচেনতন করেন। এসময় অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।