আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি : আশাশুনিতে মাস্ক পরিধান না করা ও সরকারী নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৪টি মামলায় ৪জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বুধহাটা বাজারে জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। এসময় তিনি মাস্ক পরিধান না করা ও সরকারী নির্দেশনা অমান্য করায় বুধহাটা বাজারের আল্লাহর দান বস্ত্রালয়, শ্যামা গার্মেন্টস, আজমির মোবাইল সেন্টার ও শ্রী গুরু বস্ত্রালয় এর মালিককে পৃথক পৃথক ৪টি মামলায় ১ হাজার টাকা করে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ