আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বশিরাবাদে বজ্রপাতে দুই যুবক আহত হয়েছে। মঙ্গলবার আনুমানিক দুপুর ১টার দিকে বশিরাবাদ পশ্চিম বিলে এ ঘটনা ঘটে। জানাগেছে, বশিরাবাদ গ্রামের বিমল দাশের ছেলে উত্তম দাশ (২৪) ও একই গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে ধনঞ্জয় দাশ (২৭) মঙ্গলবার দুপুরে বশিরাবাদ পশ্চিম বিলে ধনঞ্জয়দের ঘেরের বাসায় ছিল। এসময় হঠাৎ বাসার পাশে বজ্রপাত হলে তারা দুজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত উত্তম দাশকে সাতক্ষীরার একটি বে-সরকারী ক্লিনিকে ভর্তি করা হয়।