আশাশুনি উপজেলা চেয়ারম্যান এর পক্ষ থেকে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ডাল বিতরণ

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি: ঘূর্ণিঝড় আসে লন্ডভন্ড আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর ব্যক্তিগত অর্থে ১ টন ডাল বিতরণ করা হয়েছে। সোমবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে এ ডাল বিতরণ করা হয়। বানভাসি অসহায় মানুষদের জন্য ডাল হস্তান্তরকালে এ বি এম মোস্তাকিম বলেন ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পরিবার প্রতি ১০ কেজি চাল ও পাঁচ শত টাকার সাথে আমি ব্যক্তিগতভাবে ১ টন ডাল প্রদান করেছি। যাহাতে অসহায় মানুষ খাদ্য কষ্টে না ভোগে অন্তত চালের সাথে ডাল মিশিয়ে খিচুড়ি করেও খাইতে পারে। তিনি সমাজের সকল বিত্তবানদের কে ভাঙ্গনকবলিত পানিবন্দি অসহায় মানুষের পাশে এসে সহযোগিতার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ