কয়রায় বাঁধ মেরামতে হাজারো মানুষের সাথে মেম্বর প্রাথীর প্রচেষ্টা

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে, অতিরিক্ত জোয়ারের কারনে বিভিন্ন স্থানের প্রায় ৩০টি পয়েন্ট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। তবে সব যায়গায় বাঁধ আটকানো সম্ভাব হলেো মহারাজপুর ইউনিয়নের দশহালিয়ার বেড়িবাঁধ আটকানো সম্ভাব হয়নি। তবে গত ৩দিন সেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন গ্রামবাসী। গ্রামবাসীর সাথে মেরামত  কাজে অংশ নেন ৪নং মহারাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  মেম্বর প্রাথী হাফেজ মোহাঃ আমিনুর ইসলামের  অনুরোধে গ্রামবাসী সেচ্ছায় শ্রম দিয়ে আসছে। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়ে কাজ করে আসছেন। 

হাফেজ আমিনুর ইসলাম বলেন,, জনগনের কল্যাণের জন্য  সকলকে নিয়ে  এভাবে কাজ করে যাচ্ছি    আশা করি আগামীকাল রিং বাধ শেষ হবে। তাছাড়া প্রতিদিনের ন্যায়ে সেচ্ছায় শ্রম দিতে আসা মানুষের দুপুরে নাস্তার ব্যাবস্থা ও করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ