আবদুল্লাহ আল মোমিন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে 'আঁধারে আলো মানবতার সংগঠন' থেকে শনিবার বিকেলে উপজেলা কয়েকশত মানুষের মাঝে মাক্স বিতরণ ও বেশ কয়েকটি স্কুল কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজু হোসেন জানান, বর্তমান করোনা পরিস্থীতি বিবেচনায় মাক্স বিতরণ কর্মসূচি চলমান থাকবে এবং স্বাস্থ্য বিধি মেনে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে। সে আরও বলে বর্তমান করোনা পরিস্থিতি কারণে মানুষ অক্সিজেনে সংকট পড়েছে তাই বেশি গাছ লাগানো জন্য আহবান করেছেন
এই সময় উপস্থিত ছিলেন রানীনগর থানা সাব ইন্সপেক্টর মো আব্দুল মোমিন, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রায়হানুল ইসলাম, সম্পাদক সাজু হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ শুভ, অর্থ সম্পাদক সিয়াম হোসেন, প্রচার সম্পাদক হুমায়ন কবির, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, ক্রিড়া সম্পাদক আব্দুল আলিম, তথ্য ও গবেষণা সম্পাদক তাহমিদ হাদিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।