পার্বতীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল খালু- ভাগিনার


দিনাজপুর প্রতিনিধি
॥ দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাপায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছে।বুধবার (৩ মে) সকাল ৯টার দিকে পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। তারা সম্পর্কে খালু-ভাগিনা।

এলাকাবাসী জানান, পার্বতীপুর থেকে ভ্যানে করে খালু এবং ভাগিনা ভবানীপুরে যাচ্ছিল। পথে পার্বতীপুর চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা সৈয়দপুর গামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। ভ্যান চালককে আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ না থকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ