পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ


মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ
কৃষকেরা যখন শ্রমিক সংকটে মাঠেই আটকে গিয়েছিল তাদের  পাকা ধান ঘরে তুলতে, ঠিক তখনই ইন্দুরকানী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সেই ধান কেটে ঘরে পৌঁছে দেন । ইন্দুরকানী উপজেলার  ৪ নং সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামে ধান কাটার এ আয়োজন করা হয় বলে জানান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম এম ওবাইদুল্লাহ। 


জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কৃষক মোঃ আঃ আজিজ হাওলাদার কালবৈশাখী ঝড়ে শ্রমিক সংকটসহ নানা সমস্যায় ঘরে তুলতে পারছিলেন না জমির পাকা ধান। বিষয়টি জানার পর, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা বুধবার সকালে সেই ধান কেটে কৃষক মোঃ আঃ আজিজ হাওলাদারের ঘরে তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম এম ওবাইদুল্লাহ , সাধারণ সম্পাদক মোঃ  আব্দুল্লাহ আল মামুন  সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ভুক্তভোগী কৃষক বলেন, কালবৈশাখী ঝড়ে শ্রমিক সংকটসহ ও নানাবিধ সমস্যার কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। কয়েকদিন যাবত শ্রমিকদের জন্য ঘুরছিলাম। সেই খবর পেয়ে আমার সাথে যোগাযোগ করে উপজেলা আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা, এবং আমার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আজ তাদের কারণে জমির পাকা ধান কাটতে  বাড়তি টাকা খরচ করে শ্রমিক আনতে হয়নি আমার এবং ধান মাঠে পড়ে নষ্ট হয়নি। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।


উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এম ওবাইদুল্লাহ বলেন, কৃষক আঃ আজিজ হাওলাদর তার নিজ  জমির পাকা ধান কাটার জন্য শ্রমিকদের জন্য হন্ন্যহয়ে ঘুরছিলেন। কিন্তু শ্রমিক সংকটের কারণে তার পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাচ্ছিলো এমন তথ্য আমার কাছে পৌঁছালে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত করার লক্ষ্যে, আমারা ইন্দুরকানি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদেরকে নিয়ে সেই কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেই।উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় শাখার নির্দেশনা ছিল এ সময় বিভিন্ন সংকটে আটকে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার বিষয়ে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী  ইন্দুরকানী সদর ইউনিয়নের এক অসহায় কৃষকের মাঠে থাকা পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ