লালমনিরহাটে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
তানভির আহমেদ,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মুক্ত গণমাধ্যম দিবস-২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(০৩ মে) বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ সম্মেলন কক্ষে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) লালমনিরহাট জেলা সভাপতি সাংবাদিক তন্ময় আহমেদ নয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।প্রধান আলোচক লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ শিপন।আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব লমনিরহাট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও একুশে টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক গোকুল রায়, যমুনা টেলিভিশন লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিসুর রহমান লাডলা, বৈশাখী টেলিভিশন লালমনিরহাট জেলা প্রতিনিধি তৌহিদ লিটন, কালিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম হেলাল, জিটিভি জেলা প্রতিনিধি আলতাফ হোসেন, বাংলা ভিশন এর জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, এসএ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।