বালিয়াটির স্মৃতি-হাজী জয়নাল মুন্সী

 

কবি: হাজী জয়নাল মুন্সী

জমিদারদের পুরানো স্মৃতি, উড়ন্ত পাখা

সামনে চারটি সিংহ রইছে, কেমন সুন্ধর আকাঁ।

 দুইশ বছর হইয়ে গেছে, খানা নাহি খায়

হাজার হাজার লোক আসিয়া তাদের তাদের দেখে যায়।

জমিদারদের স্মৃতি দালান, দেখতে আসে সবে

সফর ভ্রমন না করলে, দেখবে তোমরা কবে।

দেখতে এসে হাসি খুশি, পুরুষ কিংবা নারী 

ছেলে মেয়ের শিক্ষা সফর, সাজিয়া আসে গাড়ি

 সারা দিন স্মৃতি দেখে, সন্দায় ফিরে বাড়ি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ