বোয়ালখালীতে সিআইপি শফিককে সংবর্ধনা দিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
:- চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার  তৈয়বিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স কধুরখীল শাখার  প্রতিষ্টাতা  সমাজ সেবক, দানবীর শিক্ষানুরাগী রেমিট্যান্স যোদ্ধা  মুহাম্মদ শফিক বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ার গত ৭ মে রবিবার আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: বোয়ালখালী শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট উপহার প্রদান করে সংর্বধিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,  ব্যাংকের  বোয়ালখালী শাখার ব্যবস্থাপক ও এফএভিপি  মোহাম্মদ আলী খান,  শাখার ম্যানেজার অপারেশন  সৈয়দ মিয়া, জেনারেল ব্যাংকিং ইনচার্জ  মোহাম্মদ সেকান্দর রহমান ও শাখার অফিসার  মোহাম্মদ সালাউদ্দিন। এসময়  সংবর্ধিত অতিথি মুহাম্মদ শফিক ইসলামি ভাব ধারায় পরিচালিত আল আরাফাহ ইসলামী ব্যাংককে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ