চাল চলনে হিন্দু তুমি
চরিত্র তোমার ইহুদির
পোশাক তোমার খ্রিস্টান,
এই চরিত্র নিয়ে তুমি
দাবি করো মুসলমান।
হিন্দুকে হিন্দু বললে -
লাগে তোমার আঘাত,
ইহুদি কে ইহুদি বললে-
স্বার্থে তব ব্যঘাত,
খ্রিস্টান কে বললে খ্রিস্টান
বলো আমায় তালেবান।
এখন দেখি খোদার দ্বীনে
নওকো তুমি মুসলমান।
মুসলমান নামটি তোমার
কাজটি করো নাসারার,
কাদিয়ানী কে মুসলিম বলো
দাবিও করো ঈমানদার!
এই জগতে কে আছে আর-
তোর চেয়ে ধর্মদ্রোহী,
এই কথাটা চাসনা মানতে
নবীর উপর আল্লা'র ওহী।
তুই কাফের,তুই মুনাফিক,তুই খ্রিষ্টান -
তুই ইহুদি,তুই নাসারা,তুই বেঈমান,
নামটি তোর যতই থাকুক মুসলমান
masallah tofayel vai
জবাব