চর অঞ্চলের জনগনের প্রানের দাবি একটা ব্রীজ

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগন্জ প্রতিনিধিঃ সিরাজগন্জ জেলার অন্তগত ১নং বেলকুচি ইউনিয়ন  সাথে অন‍্য অন‍্য ইউনিয়নের যোগাযোগ রয়েছে এই চর অঞ্চলে হাজার হাজার লোকের বসবাস কিন্ত এই চর অঞ্চলের হত দারিদ্র জনগন অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই চর অঞ্চলের জনগন বলেন আমাদের চর অঞ্চলের মানুষের মত  হতোভাগা মানুষ আর কোথায়ও নাই। কারণ কোন মানুষ অসুস্থ হলে,, বেলকুচি বা সিরাজগঞ্জ নিতে হয়,,নাই কোন অটোরিকশা , নাই কোন সিএন জি ,, নাই কোনো গাড়ী এগুলো থাকবে কি এগুলো চলার মত ভালো কোন রাস্তা নেই। এগুলো দেখার মত চর অঞ্চলের  কেউ নাই,,এই চর অঞ্চলের জনগন বলেন আমরা এই সমস্ত চর অঞ্চলে সকল ধরনের শষ‍্য উৎপাদন করে থাকি এবং কি আমরা গরুর খামার করে সেইখান থেকে গরু উৎপাদন এবং বেলকুচি উপজেলার অধিকাংশ গাভীর তরল দুধের চাহিদা মিটিয়ে থাকি কিন্ত  আমরা যোগাযোগের অসুবিধার কারনে আমাদের উৎপাদিত সকল কিছুর ন‍্যায‍্যমূল‍্য থেকে আমরা বঞ্চিত শুধু ভাল যোগাযোগ ব‍্যাবস্হা না থাকার কারনে বর্ষাকালে আমাদের যোগাযোগ ব‍্যাবস্হা খুবই কষ্ট হয়  কারন বর্ষাকালে নৌকা নির্ধারিত সময় পরপর ছেরে যায় যদি আমারা গাভীর তরল দুধ এবং আমাদের উৎপাদিত কাঁচা তরকারি এই গুল বাজারে নিতে নির্ধারিত সময়ে নৌকা না ধরতে পারলে এই গুল নষ্ট হয়ে যায় এইং আমরা ন‍্যায‍্য মূল‍্য পাই না।তাছাড়া আমরা চর অঞ্চলের জনগন সকল ধরনের প্রকৃতিক দুঃযোগ মোকাবেলা করেই জীবন অতিবাহিত করে থাকি যেমন অধিক বন‍্যা, ঝড় জলোশ্বাস ইত্যাদি   সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই  জীবন পরিচালনা করে থাকি তাহারা আরও বলেন এই চরঅঞ্চলে নেতার অবাব নেই কিন্ত চরঅঞ্চলের এই অসহায় মানুষের এই অসুবিধা গুল দেখার মত কেউ নেই কোন নেতাই এই বষয়ে একটু পদক্ষেপ নেয় না এই অসহায় দুঃঘম চরঅঞ্চলের জনগন এই অঞ্চলের দায়িত্বরত লোকাল এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র মহদ্বয় সংশ্লিষ্ট সকলের  দৃষ্টি আকর্ষণ করে তাদের প্রানের দাবি  আমাদের চর অঞ্চলের মানুষের  প্রানের দাবি একটা ব্রীজ।(দেলুয়া নদী  / সুজন মাঝির ঘাট)

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ