আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন এর নিয়ন্ত্রণাধীন দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের আজ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হারেস সিনহা উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল লতিফ জেলা প্রশাসক মানিকগঞ্জ। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ মুরসাল ফিল্ড অফিসার মানিকগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা। সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ইমাম কালেক্টর জামে মসজিদ মানিকগঞ্জ। আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান সমাপ্তি হয় সনদ বিতরণের মাধ্যমে। সনদ হাতে তুলে দেন জনাব মোঃ আব্দুল লতিফ জেলা প্রশাসক,মানিকগঞ্জ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)