আত্রাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দুদু শাহ'র জানাজা সম্পন্ন

আত্রাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দুদু শাহ'র জানাজা সম্পন্ন

রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাজেদুর রহমান দুদু শাহ'র জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।শুক্রবার সন্ধা ৬:৩০ টায় উপজেলার আহসানগঞ্জ মেমোরিয়াল সরকারী হাইস্কুল মাঠের মুক্তমঞ্চে এ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই রানীনগরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, আত্রাই থানার অফিসার ইনর্চাজ মো. তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক, মো. আফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, নাজমুল হক নাদিম, শেখ মনজুরুল আলম।

এরপর সন্ধা ৭:৩০ টায় একই মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার দুপুর ১২ টায় জাতআমরুল উলাবাড়ীয়ায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান দুদু শাহ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ