ঝিকরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডা. নাসির উদ্দিন এমপি

বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডা. নাসির উদ্দিন এমপি

ঝিকরগাছা প্রতিনিধিঃ আজ ঝিকরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডা. নাসির উদ্দিন এমপি।আজ শনিবার সকালে  উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ঝিকরগাছায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক'এর সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ৮৬, যশোর-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. ডা. অধ্যাপক মোঃ নাসির উদ্দিন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) লুবনা তাক্ষী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ।এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ