৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল |
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলার প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শাখার খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবি আদায় বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠি হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন।
জেলা সভাপতি মাওলানা নূরুল ইসলাম ফরায়েজির সভাপতিত্বে পরিচালনায় ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ূব।উপস্থিত ছিলেন সহ-সভাপতি ড.জহির আহমদ খান,সাধারণ সম্পাদক মুফতি এইচ এম আহমদ, বায়তুল সম্পাদক প্রভাষক আব্দুল কাদের, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক যাবের আল সাফা, যুব মজলিসের মানিকগঞ্জ জেলা আহবায়ক দেওয়ান তানজিল আহমদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসহাক, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি জহিরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, মুফতি জাকিরুল ইসলাম, সিংগাইর পূর্ব থানা সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন আহমেদ, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর হোসাইন, পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সিংগাইর পৌর শাখা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সাটুরিয়া উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ পৌর সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমান, সেক্রেটারি হাফেজ আনিসুর রহমান আনাস, মানিকগঞ্জ সদর উওর থানা সভাপতি মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার, ঘিওর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম সেলিম সহ বিভিন্ন শাখা দায়িত্বশীলবৃন্দ।