টাঙ্গাইলের ধনবাড়িতে সন্ত্রাস, বাল্যবিবাহ,মাদক, গুজব প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ টাঙ্গাইলের ধনবাড়িতে সন্ত্রাস, বাল্যবিবাহ,মাদক, গুজব প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ টাঙ্গাইল জেলার ধনবাড়িতে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ফিল্ড সুপারভাইজার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ এর সঞ্চলনায় উপজেলা হলরুমে ইমাম, মোয়াজ্জেম, আলেম উলামায়ে কেরাম ও ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক কেয়ারটেকারদের কে নিয়ে সন্ত্রাস, বাল্যবিবাহ,মাদক, গুজব প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ এতে সভাপতিত্ব করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধনবাড়ি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধনবাড়ি উপজেলা প্রানি সম্পদের কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম৷ 

উপস্থিত বক্তব্য রাখেন আলেম উলামায়ে কেরাম, ইমাম, মোয়াজ্জেম, এমসি,জিসি,ও শিক্ষক বৃন্দ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, সামপ্রদায়ীক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে জন্য সকল কে সজাগ থাকতে হবে৷আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, আমরা সবাই অংশ নিবো, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ,গুজববিরোধী দুর করার জন্যে এছারাও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে ধনবাড়ি উপজেলার ঈমাম, মোয়াজ্জেম, আলেম ও ইফার শিক্ষকদের কে পরামর্শ তিনি দেন।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন৷ তিনি আরও বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইসলামিক ফাউণ্ডেশন ও ইসলামিক শিক্ষার গুনগত মান উন্নয়নে সকল শিক্ষকদের কে প্রশিক্ষণ, মডেল মসজিদ, আধুনিক বিল্ডিং এর ব্যাবস্হা করেছেন৷অনুষ্ঠান্টি দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয় এবং দেশবাসীর শান্তি কল্যান কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ