গাওসুল আজম
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারী কিশোরগঞ্জে পুকুরে পড়ে সুন্নতি আক্তার(২) এক শিশুর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কিশোরগঞ্জ ইউনিয়নের উত্তর পুষনা মাষ্টার পাড়া গ্ৰামে। নিহত শিশুটি ওই গ্ৰামের শাহিনুর রহমানের মেয়ে।স্থানীয়রা জানান, বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে শিশুটি খেলছিল। এ সময় শিশুটির মা কাপড় ধোয়ার কাজে ব্যস্ত থাকায় শিশুটি নিখোঁজ হয়। প্রতিবেশী যুবক শিশুটিকে পুকুরে ভাসতে দেখে। পরে শিশুটিকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।কিশোরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ রাজিব কুমার রায় শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।