কালিগঙ্গা নদী পাঁচ বারইল বটতলা পানির স্রোতে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে

আব্দুর রাজ্জাক,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:মানিকগঞ্জ সদর নবগ্রাম ইউনিয়ন পাঁচ বারইল বটতলা নয়ামিয়া ও চান্দু মিয়ার বাড়ি সহ বাড়ির পাশ দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে স্রোতের পানিতে সে রাস্তাটা ভেঙ্গে যাচ্ছে,  ভেঙ্গে যাচ্ছে পাঁচ বারইল  বটতলা জামে  মসজিদের কিছু জায়গা।মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে  কিছু সংখ্যক  কর্মকর্তা  এসে দেখে গিয়েছেন কিন্তু এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেননি। এলাকাবাসীর দাবি,নবগ্রাম চেয়ারম্যান ও জন প্রতিনিধিদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট ও মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডে এ ব্যাপারে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।এতে করে তারা যেনো নদী ভাঙার বিপরীতে বিকল্প ব্যবস্থা নিতে পারেন। এলাকাবাসীর আরো দাবি নবগ্রাম পাঁচ বারইল অতি অবহেলিতএলাকা রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা।শত শত মানুষ নতুন রাস্তা দিয়ে যাতায়াত করেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।রাস্তাটা ও যেনো সংস্কার করা হয়। এলাকাবাসীর দাবি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ