ফাইল ছবি
দৌলতখান, ভোলাঃ আজকাল সড়ক দূর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।আজ ১১সেপ্টেম্বর, রোজ সোমবার ভোলার বাংলাবাজার সকাল ৭টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। মিক্সার মেসিন বহনকারী নসিমন নিয়ন্ত্রন হাড়িয়ে মিক্সার মেসিনসহ নসিমনে থাকা ১২ জন ঢালাইর কর্মি রাস্তায় ছিটকে পরে, এতে সবাই আহত হয়। দৌলতখান ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে সবাইকে উদ্ধার করে এম্বুলেন্সযোগে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আল আমীন (৩৫) পিতা রুহুল আমীন নামক একজনকে মৃত ঘোষনা করেন। আহতরা হলেন মোঃ আজিজল ইসলাম, মোঃ বাবুল, মোঃ কুট্টি, মোঃ আবদুল্লাহ, মোঃমঞ্জু । উন্নত চিকিৎসার জন্য মোঃ আজিজলকে বরিশাল ও মোঃ মনজুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
- সরাসরি মন্তব্য
- ফেইসবুকে মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)