চৌহালূীতে অবৈধ ভাবে মজুত করা ২১০ বস্তা ভিডাব্লিউবি'র সরকারি চাল জব্দ

মোঃ শাকিল আহমেদ (বিশেষ প্রতিনিধি) সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় রবিবার দিবাগত রাত (১ জুন) রাত ৯:০০ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোরজান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামের শাহজাহন শর্দার, পিতা- আনোয়ার হোসেন খান এর বাড়ি,(২) রস্তোম আলী, পিতা-গুল মোদন এর বাড়ি এবং জাহাঙ্গীর আলম পিতা- মৃত কুরবান  আলীর  বাড়িতে রাত ৯:৩০ ঘটিকা হতে রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান চালিয়ে ২১০ বস্তা, (প্রতি বস্তায় আনুমানিক ৩০ কেজি করে) চাল জব্দ করা হয়।জব্দকৃত চালের বাজার মূল্য আনুমানিক প্রায় ৩.৫০ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত চালের বস্তার গায়ের প্রিন্ট দেখে নিশ্চিত হওয়া হয়েছে যে, এই চাল মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডাব্লিউবি'র উপকারভোগীদের বিতরণের জন্য সদাশয় সরকার প্রেরণ করেছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চাল মজুতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল মো. মোহাম্মদ আলী নামে একজনকে  আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে । 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান বলেন, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে  নিয়মিত মামলা দায়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত মামলার  প্রস্তুতি চলছে। অভিযানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, (ওসি) তদন্ত মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পুলিশ ও আনসার বাহিনী সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ