শ্যামনগর উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ দপ্তরের সেবা প্রদান অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। ইন্টারফেস মিটিং এ সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে কার্যকর সংলাপ তৈরি, বর্তমান সেবার মান পর্যালোচনা এবং একটি সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন।ইন্টারফেস মিটিং এ সভাপতিত্ব করেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেটেরিনারী সার্জন ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)
সুব্রত কুমার বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন কৃত্রিম প্রজনন কর্মী মোঃ রবিউল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের (সাধারণ সম্পাদক) আল-হুদা মালী,গাবুরা ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশান গ্রুপের (সভাপতি) ডাক্তার শেখ আব্দুল মান্নান, বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
ইন্টারফেস মিটিং এ স্কোর কার্ড সেশনের মাধ্যমে (CSC)-এর সেবার মান চিহ্নিত করা হয় এবং এর ভিত্তিতে একটি কার্যকর কর্মপরিকল্পনা গৃহীত হয়। প্রাণিসম্পদের অংশগ্রহণে গৃহীত পর্যায়ের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে। উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রাণিসম্পদের গৃহীত সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রজেক্ট অফিসার সুলতা সাহা।