নিরব ভিড়-ফাতিমা পারভীন


রাস্তার মাঝখানে রক্তের স্রোত,

একজন মানুষ, আজ পাথরের ঘাত।

দশ হাত, বিশ হাত, ভীষণ আঘাতে —

ভেঙে দিচ্ছে শরীর, নিঃশেষ চিৎকারে।

চোখের সামনে ঘটে জন্তুর উল্লাস,

চারপাশে দাঁড়িয়ে শুধু নির্বাক নিঃশ্বাস।

হাজারো মানুষ, কেউ কিছু বলে না,

যেন পাথর তারা, হৃদয় চলে গেছে অজানা।

একজন পড়ে আছে, রক্তে ভেজা শরীর,

আরও কত পাথর এসে নামায় নিরব নিঃশ্বাসের ফের।

পুলিশ আনসার দূরে, যেন নাটক দেখে,

কোনো বাঁধা নেই, বিচার নেই— ন্যায় কোত্থেকে?

কান্না নেই, প্রতিবাদ নেই,

সমাজে আজ বিবেক নেই।

মানবতা কোথায়, প্রশ্ন ওঠে কবে?

নীরব দর্শকেরা কি মানুষ তবে?

এই কবিতা নয় কোনো কল্পনার কথা,

এ এক বাস্তব, এক মৃত্যু-পথে হাঁটা।

নিরব থাকলে, আমরাও অপরাধী,

আমাদের চুপ থাকাটাই — হত্যার সাথী।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ