মাঘান দাখিল মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃনেত্রকোনার মোহনগঞ্জে মাঘান দাখিল মাদ্রাসার দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১.০৭.২০২৫ইং) দুপুরে  উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নে অবস্থিত মাঘান দাখিল মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা মুলক বিষয়ে উপস্থিত বক্তৃতা এবং দেয়ালিকা প্রকাশ প্রতিযোগিতায় উত্তীর্ণ সকল প্রতিযোগি ও জিপিএ-৫ পাওয়া সকল শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেয়া হয়।

অত্র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হাজী খাজা মো.শাহজান এঁর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি খলিল আহম্মেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ