শিক্ষক ও ইসলামী সংগঠক মোঃ আব্দুল ওয়াহেদ মাস্টারের ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা সদর ইউনিয়ন শাখার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ মাস্টার আজ ৩১ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মরহুম ছিলেন একজন আদর্শ শিক্ষক, সমাজসেবক এবং নিষ্ঠাবান ইসলামী সংগঠক। তাঁর শিক্ষকতা জীবনের সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ যেমন প্রশংসিত, তেমনি ইসলামী আন্দোলনের প্রতি তাঁর অবিচল আনুগত্য ও কর্মোদ্যম সংগঠনের জন্য ছিল অনুকরণীয়।আজ বিকাল ৫টায় তাঁর নিজ গ্রাম আড়িয়াল চকনন্দন-এ বিকাল ৫ টায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সোনাতলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোনারুল ইসলাম এবং সেক্রেটারি আব্দুল মতিন সরকার।

এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন,“মোঃ আব্দুল ওয়াহেদ মাস্টার ছিলেন একজন দায়িত্বশীল, পরহেজগার ও আদর্শবান ব্যক্তি। তিনি সংগঠনের প্রতি আন্তরিক, কর্মঠ ও বিশ্বস্ত ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিজ্ঞ সংগঠক, অভিভাবকতুল্য শিক্ষক ও সমাজবান্ধব ব্যক্তিকে হারালাম। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ