ঝিকরগাছায় তরুণ যুব সংঘের উদ্যোগে মানবতার দেওয়াল স্থাপন



জাকির হোসেন:  যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে তরুণ জাগরণ যুব সংঘের উদ্যোগে শ্রীরামপুর বাজারে একটি 'মানবতার দেয়াল' স্থাপন করা হয়েছে। শনিবার (৯আগষ্ট) দুপুরে এই কার্যক্রম এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিপ্লব হোসেন বলেন, গ্রামের কৃষক, দিনমজুর, গরিব-দুঃখী মানুষের জীবন সহজীকরণের লক্ষ্যে উদ্যোগটি নেওয়া হয়েছে। যার প্রয়োজন হবে তিনি এখান থেকে পোশাক নিতে পারবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা শেখ রাফিন হোসেন ও মো: আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক রায়হান হোসেন, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইদ ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ক্যাশিয়ার হাসিবুর রহমান রিমু, মেহেদী ইসলাম জিহান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াসিন হোসেন, প্রচার সম্পাদক রোহান হোসেন, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, মহিলা ও ছাত্রী বিষয়ক সম্পাদক ইভা খাতুন, ত্রাণ বিষয়ক সম্পাদক জীবন হোসেন, কার্যনির্বাহী সদস্য মহিন হোসেন মান্না, সৌরভ হোসেন, জুবাইর সানি, বৃষ্টি খাতুন, ইউসুফ হোসেন, রাহুল হোসেন, ইব্রাহিম হোসেন, শাহাদত হোসেন, শান্ত হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাহিন হোসেন, নাঈম হোসেন, রাসিফ হোসেন সহ আরও অনেকে। ইতোপূর্বে উক্ত সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ, ঈদের খাদ্য সামগ্রী বিতরণ, গরিব শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ সহ অনেক কল্যাণমূলক কাজ করা হয়েছে। তরুণ জাগরণ যুব সংঘের প্রতিনিধিগন শ্রীরামপুর গ্রাম ও ঝিকরগাছা থানার বাসিন্দা, যারা দেশে-বিদেশে কর্মরত আছেন উক্ত সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ