জাকির হোসেন: যশোর বেনাপোল সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানে ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করে বিজিবি। আটককৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনীটি।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। তারই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।অধিনায়ক আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৪৯ বিজিবি'র বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।