ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করায় শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তিঃ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিও ভুক্তকরণের আদেশ প্রদান প্রসঙ্গে মাননীয় শিক্ষা উপদেষ্টার সহিত সাক্ষাত পরবর্তী সংবাদ সম্মেলন চরম বৈষম্যের শিকার স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিও ভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।বিগত জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সময়ের চরম বৈষম্যের শিকার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন-ভাতা বঞ্চিত হয়ে আছে। শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষক জাতি গড়ার কারিগর। সেই জাতি গড়ার কারিগর নন-এমপিও শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভবপর নয়। দীর্ঘ সময় বঞ্চনার শিকার নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তকরণ সময়ের দাবি।বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে রাজনৈতিক বিবেচনা, নামকরণ ও আর্থিক বৈষম্যের শিকার হয়ে অনেক সুনামধন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৮ সালে এবং ২০২১ সালেও এমপিও ভুক্তি হতে বঞ্চিত হয়েছে। প্রতিকূল পরিবেশে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান পরিচালনা করে টিকে থাকার দীর্ঘ সংগ্রামী নন-এমপিও বঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এমপিও ভুক্তকরণ এখন মানবিক দাবি।

রাজনৈতিক প্রতিহিংসায় নিপতিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষকদের উপর হামলা-মামলা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন চলতে থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা অসুবিধার সম্মুখীন হয়। ফলে এই দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে পরিচালিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অবহেলা ও বিভিন্ন প্রতিবন্ধকতায় ভগ্নদশা হয়েছে। বিশেষকরে মফস্বল এলাকায় দারিদ্রতার হার বেশি এবং শিক্ষার হার কম হওয়ায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিনা বেতনে টিকিয়ে রাখাও অত্যন্ত কষ্টকর।প্রতি বছর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের ঘোষণা থাকলেও অদৃশ্য কারণে ২০২১ সালের পরে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়নি। এমতাবস্থায় নন-এমপিও শিক্ষকদের মানবেতর জীবনযাপন থেকে পরিত্রাণ আপনার সদয় নির্দেশনার উপর নির্ভর করছে।

বিগত ১১মার্চ, ২০২৫খ্রি: শিক্ষকদের আন্দোলন চলাকালীন সময়ে আপনার নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি নিয়ে সচিব মহোদয়ের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল মে মাসের মধ্যে এমপিও ভুক্তির কাজ শেষ হবে এবং আমরা জুলাই থেকেই বেতন পাব। দুর্ভাগ্য বশতঃ তা এখনো হয়নি। এমতাবস্থায় আপনার যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগষ্ট মাসেই নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ করে আপনি একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।সচল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দয়াপরবশ হয়ে নূনতম মানদণ্ডে এমপিও ভুক্তির আদেশ প্রদান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেছিলাম। তিনি এ বিষয়ে আমাদের আশ্বাসও দিয়েছেন। আমরা তার আশ্বাসের বাস্তবায়ন চাই। আমরা মনে করিয়ে দিতে চাই, গত ১৭ দিনের আন্দোলনের সময় আমাদের দেয়া আশ্বাস বাস্তবায়ন আজও হয়নি। যদি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের দেয়া আশ্বাস বাস্তবায়নে অর্থবহ অগ্রগতি না হয় তাহলে আমরা লাগাতার কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীণ সরকার আমাদেরকে এ কাজে বাধ্য করবেন না।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম ও নাজমুছ শাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মিজানুল হক মামুন,, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, অধ্যক্ষ আবতাবুল আলম, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সুপার ফরহাদ হোসেন বাবুল, রায়হান কবির মিঠু, মোবারক হোসেন, জাহিদুর রহমান, হাবিব উল্লাহ, গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ