মোহনগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের উদ্ধার

ছবিঃ উদ্ধারকৃত লাশে

 মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জের আর্দশনগর সাতমাধলাই (বালই) নদীতে নৌকাডুবির ঘটনায়  মারুফ (২৪) ও জিয়া মিয়া (২০) নামে দুইজন নিখোঁজ শ্রমিককে উদ্ধার করেছে। আজ (০৬ আগস্ট) রোজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফারায় সার্ভিসের লিডার নূরে আলম। গত সোমবার রাতে মোহনগঞ্জ উপজেলার ৬ নম্বর সুয়াইর ইউনিয়নের আর্দশনগর সাতমাধলাই (বালই) নদীতে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ ও আহত হন একজন।  খবর পেয়ে প্রথমে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এবং পরে ময়মনসিংহ ডুবুরি দল উদ্ধারের চেস্টা চালায়।পরে এলাকাবাসী ও ময়মনসিংহের ডুবুরি দল ২৪ ঘন্টা তাদের চেষ্টায় দুইজন শ্রমিক উদ্ধার করে।

উদ্ধার হওয়া মো. মারুফ মিয়া (২৪), পিতা: কদ্দুছ তালুকদার, মোঃ জিয়া (২০) পিতা: আব্দুল গফুর এবং আহত আব্দুল হক বয়স আনুমানিক (৪৫), পিতা. সাজ্জত আলী তারা তিনজনের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের ধলামুলগাও গ্রামে।নিহত শ্রমিকদের লাশ মোহনগঞ্জ থানা পুলিশের নিকট বুধবার দুপুরে হস্তান্তর করেছে। আহত আব্দুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত  অবস্থায় রয়েছেন। উল্লেখ্য,বাকহল্ড স্টিলের এই নৌকাটি সিলেটের ছাতক থেকে বালুবোঝাই করে যাওযার পথে  আদর্শনগর সাতমাধলাই ( বালই)নদী এলাকা নৌকাটি তলিয়ে যায়। নৌকায় থাকা মালিক আব্দুল হক তীরে উঠতে পারলেও দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। পরে স্থানীয়রা আব্দুল হককে উদ্ধার করে  হাসপাতালে প্রেরণ করে। নৌকা ডুবিতে নিখোঁজ দুইজনকে উদ্ধার করতে পারেনি মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরে ময়মনসিংহ ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। কিন্তু প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। ডুবুরিদল ও এলাকাবাসীর  প্রচেস্টায় ২৪ ঘন্টা পর বুধবার দুইজনকে উদ্ধার করতে পেরেছেন বলেও জানিয়েছে সদর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার নূরে আলম। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আমিনুল ইসলাম জানান,লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ