আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ ,জেলা প্রতিনিধি: ২০২৪ সালের ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মানিকগঞ্জ শহরের কেন্দ্রস্থল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়।এতে সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন থেকে সূচিত গণজাগরণ এবং পরবর্তী সরকার পতনের এক বছর পূর্তিকে ঘিরে এই কর্মসূচি উদযাপন করে জামায়াত। বক্তারা বলেন, "এই অভ্যুত্থান ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম।"
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলোয়ার হুসাইন। তিনি বলেন,“২০২৪ সালের গণজাগরণ শুধু একটি সরকারের পতন নয়, ছিল একটি দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজির শেকল এখনো ভাঙা সম্ভব হয়নি। আমরা সেই অসমাপ্ত বিপ্লবের ধারাবাহিকতায় আরও সুসংগঠিত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো:কামরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা:মোহাম্মদ আবু বকর সিদ্দিকমানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমাননায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসাইন,অফিস সম্পাদক রজব আলী,উলামা বিভাগের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান,আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন,প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন প্রমুখ।সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন,“আমাদের আন্দোলন কেবল শাসক পরিবর্তনের জন্য নয়, একটি ন্যায়ভিত্তিক ও দ্বীনি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম। দুঃশাসনের পতন ঘটেছে, কিন্তু দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হলে কুরআনের শাসন কায়েম ছাড়া কোনো পথ নেই।”সমাবেশ শেষে জামায়াত মনোনীত প্রার্থীরা মানিকগঞ্জের ১, ২ ও ৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ভোট প্রার্থনা করেন।